পটিয়ার চাকুরিচ্যুত ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে হত্যার অভিযোগ

 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 

বাংলাদেশ ইসলামী ব্যাংক থেকে চাকুরিচ্যুত আবদুল আজিজকে (৪৫) কুপিয়ে হত্যা করার অভিযোগ ওঠেছে। সে পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের ওয়াহিদুর পাড়া গ্রামের আবদুল আলমের পুত্র।

 

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কুমিল্লা লালমাই রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। পরিবারের দাবি, দুর্বৃত্তরা ট্রেন থেকে ফেলে দিয়ে আজিজকে কুপিয়ে হত্যা করেছে। তবে পুলিশ বলছেন, ট্রেনের ছাঁদ থেকে পড়ে ব্যাংকার আজিজের মৃত্যু হয়েছে। ওই ব্যাংকারের শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে।

জানা গেছে, পটিয়া উপজেলার ওয়াহিদুর পাড়া গ্রামের আবদুল আজিজ দীর্ঘদিন ইসলামী ব্যাংকে কর্মরত ছিলেন। আজিজ ইসলামি ব্যাংকের সিলেট জোনের এডমিন ছিলেন। সাম্প্রতিক সময়ে ইসলামি ব্যাংক থেকে সাড়ে ৫ হাজার কর্মকর্তা-কর্মচারীকে চাকুরিচ্যুত করা হয়। এর মধ্যে ইসলামী ব্যাংকের সিলেট জোনের এডমিন আবদুল আজিজও চাকুরিচ্যুত হয়।

শুক্রবার সকালে বাড়ির উদ্দেশ্যে একটি ট্রেনে করে আজিজ বের হয়। যাত্রীবাহী ট্রেনটি কুমিল্লা লালমাই রেলওয়ে স্টেশন এলাকায় পৌছলে দুর্বৃত্তরা কুপিয়ে তাকে ট্রেন থেকে ফেলে দেন।

কুমিল্লা লাকসাম থানার এএসআই আবদুল ওয়ারেশ জানান, ট্রেনে করে ব্যাংকার চট্টগ্রামে ফেরার পথে কুমিল্লা লালমাই স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়েন। যার কারণে শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। ট্রেন থেকে কিভাবে পড়ে গেছেন তা জানেন না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনের ছাঁদ থেকে পড়ে ট্রেনে কাটা পড়েছে ওই ব্যাংকার। মরদেহের সুরহতহাল রিপোর্ট করা হয়েছে।

ব্যাংকবার আবদুল আজিজের চাচাতো ভাই মো: রাজু জানান, ঢাকা থেকে ট্রেনে করে চট্টগ্রামে আসার পথে দুর্বৃত্তরা কুপিয়ে ট্রেন থেকে ফেলে দিয়েছে।

উল্লেখ্যে, ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর ব্যাংকার আবদুল আজিজকে বাংলাদেশ ইসলামি ব্যাংক থেকে চাকুরিচ্যুত করা হয়। আজ শুক্রবার চাকুরিচ্যুত সকল ব্যাংকারদের নিয়ে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের বিএনপির প্রার্থী এনামুল হক এনামের মতবিনিময় সভা ছিল। ওই মতবিনিময়ে যোগদান করতে নিহত আজিজ ঢাকা থেকে পটিয়ায় ফিরছিলেন বলে জানা গেছে।

মন্তব্য করুন

Your email address will not be published.