নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সী এর সহযোগিতায় এবং সাতকানিয়া উপজেলা আইসিটি অফিসের ব্যবস্থাপনায় সাতকানিয়া উপজেলার জেন-জি প্রশিক্ষণ একাডেমিতে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান।
রবিবার(২৫শে জানুয়ারি) এই সাইবার সিকিউরিটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ২০জন শিক্ষার্থীকে সাইবার সিকিউরিটিতে দক্ষ করার জন্য এ প্রশিক্ষণ হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা আইসিটি অফিসার আনোয়ার হোসাইন।
উক্ত প্রশিক্ষণকালে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান, মৎস্য অফিসার ফাহাদ হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান এবং যুব উন্নয়ন কর্মকর্তা সামছুজ্জামান।
উপজেলা নির্বাহী অফিসার জানান, চতুর্থ শিল্পবিপ্লবের সাথে তাল মিলিয়ে দক্ষ জনশক্তি গঠন করতে উপজেলা প্রশাসন সদা সচেষ্ট এবং আন্তরিক।

তিনি সকলকে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করে স্কিলড হওয়ার অনুরোধ করেন। উক্ত প্রোগ্রামে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন জেলা আইসিটি অফিসার শিমুল ভৌমিক। তিনি শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং পর্যায়ক্রমে এ ধরনের প্রোগ্রাম উপজেলায় আরো হবে বলে আশ্বাস দেন।