সন্ত্রাসী হামলায় বুরকিনা ফাসোতে প্রাণ গেল ১৩২ জনের

বুরকিনা ফাসোর উত্তরের সোলহান গ্রামে হামলা চালিয়ে একদল সশস্ত্র গোষ্ঠী ১৩২ জনের বেশি লোককে হত্যা করেছে। সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিম আফ্রিকার দেশটিতে এটিই সবচেয়ে ভয়ংকর হামলা বলে জানান দেশটির সরকার।

এই হামলায় নিহতদের স্মরণে বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট রোচ কাবোরে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। এক টুইটে তিনি জানান, ‘শয়তানদের বিরুদ্ধে আমাদের অবশ্যই এক হতে হবে।’

এই ঘটনায় জাতিসংঘের প্রধান অ্যান্তনিও গুতরেস তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি এমন জঘন্য হামলার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি ভিত্তিতে উগ্রপন্থার বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানান এবং মানবজাতির ওপর এই হামলাকে অগ্রহণযোগ্য বলে জানান তিনি।

গ্রামটিতে রাতব্যাপী আক্রমণ চালিয়ে বাড়িঘর ও স্থানীয় মার্কেট পুড়িয়ে দেওয়া হয়। তবে এই সহিংসতার পেছনে কোনো দল তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেনি। বুরকিনা ফাসোতে সশস্ত্র গোষ্ঠীর হামলা দিনদিন বাড়ছে। বিশেষ করে দেশটিতে সীমান্ত অঞ্চলে এই হামলা যেন সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.