পীরগঞ্জে ধান কাটার মেশিনে প্রাণ গেলো মহিলার

পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে (কম্বাইন হার্ভেস্টার) আধুনিক ধান কাটা মেশিনে চাপা পরে রোকেয়া বেওয়া (৫০)নামে এক নারীর মৃত্যু হয়েছে।

নিহত রোকেয়া উপজেলার ২নং কোষারানীগঞ্জ ইউনিয়নের ঘুঘুয়া গ্রামের মৃত জামাল উদ্দিনের স্ত্রী। স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার মধ্য দুপুরে ঘুঘুয়া গ্রামের ফসলের মাঠে (কম্বাইন হার্ভেস্টার) আধুনিক ধান কাটা মেশিন দিয়ে ধান কাটান ওই গ্রামের এক কৃষক। এ সময় মাঠে গরুকে খাওয়ানোর জন্য মেশিনের পিছনে ঘুরে লারা (কাচা খড়) কুড়া চ্ছিলেন রোকেয়া। এ সময় (কম্বাইন হার্ভেস্টার) ধান কাটা মেশিনের গাড়িটি ঘুরানোর জন্য পিছনে ব্যাক করেন গাড়ির পেছনে নিহত রোকেয়া পিছনে খড় কুড়ানো অবস্থায় মেশিনটির নিচে চাপা পরেন।

এ সময় ফসলের মাঠের আশে পাশে থাকা এলাবাসীরা চিৎকার করলে গাড়ি চালক গাড়ী থামিয়ে গাড়ির নিচে থেকে উদ্ধার করে। পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রেফার্ড করেন দিনাজপুর এম আঃ রহিম মেডিক্যাল হাসপাতালে । আজ রোববার ৬ জুন ভোর ৬ ঘটিকায় চিকিৎসরত অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন। মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেন ২ নং কোষারানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম মোস্তফা।

মন্তব্য করুন

Your email address will not be published.