সাতকানিয়ায় দুই বছর করে সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ জুন) সন্ধ্যার পর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন— খাগরিয়া ইউনিয়নের আমিরখীল বাড়ি এলাকার হাবিবুর রহমানের ছেলে মো. ওমর ফারুক এবং দক্ষিণ গারাঙগীয়া এলাকার আব্দুল মালেকের ছেলে মো. শাহ আলম।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, ২০১৯ সালের একটি মারামারির মামলায় মো. ওমরকে ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং তিন হাজার টাকা অর্থদণ্ড করেন আদালত। এছাড়া মো. শাহ আলমকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি) ধারায় ১৯৯৯ সালের একটি মামলায় ২ বছর সশ্রম কারাদণ্ড আর ২ হাজার টাকা জরিমানা করেন। দীর্ঘদিন তারা পলাতক ছিল। আদালত থেকে তাদের পরোয়ানা থানায় পৌঁছলে অভিযান চালিয়ে শনিবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়। আজ তাদের আদালতে পাঠানো হয়েছে।