চট্টগ্রামেও টহলে থাকবে সেনাবাহিনী

জরুরি সেবা ছাড়া মানুষ ঘর থেকেও বের হতে পারবে না। চট্টগ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ১২টিম, টহলে থাকবে সেনাবাহিনী।  কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। লকডাউন কঠোরভাবে বাস্তবায়ন করতে চট্টগ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত হবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।
বুধবার (৩০ জুন) রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি  নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

তিনি বলেন, নগরের সার্কিট হাউস থেকে বৃহস্পতিবার (১ জুলাই) সকালে আমাদের অভিযান শুরু হবে। এরপর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তারা কাজ করবেন।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে বৃহস্পতিবার থেকে কঠোর বিধিনিষেধ কার্যকর হবে তখন জরুরি সেবা ছাড়া মানুষ ঘর থেকেও বের হতে পারবে না। নির্বাহী ম্যাজিস্ট্রেটের ১২ টিম কাজ করবে। সেই সঙ্গে এ কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশ, বিজিবি, ছাড়াও সেনাবাহিনী টহলে থাকবে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যতটুকু সম্ভব, ততটুকু কর্তৃত্ব তাদের দেওয়া হয়েছে। তাদের সঙ্গে ১০০ স্বেচ্ছাসেবক সহযোগিতা করবেন।

মন্তব্য করুন

Your email address will not be published.