সৈয়দ আক্কাস উদদীন
সৌদি আরবের মদিনায় একটি সোফা কারখানায় আগুন লেগে লোহাগাড়ার প্রবাসী আপন দু’ভাইয়ের মৃত্যু হয়েছে। বাংলাদেশ সময় বুধবার সকালে, সৌদি আরব সময় (১০ ফেব্রুয়ারি) মধ্যরাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকালে দেশে তাদের মৃত্যুর খবর আসে। তারা হলেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দক্ষিণ সুখছড়ী চাম্বির পাড়া নিবাসী সুলতানা আহমেদের ছেলে নিজাম ও আরফাত।
জানা যায়, পবিত্র নগরী মদিনার আল-খলিল এলাকায় একটি সোফা কারখানায় তারা দুই ভাই কাজ করতেন। সেখানেই অগ্নিকাণ্ডে তাদের মৃত্যু হয়।
তাদের এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।