সেদিন সাতকানিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম দখলে ছিলো ওসি আনোয়ারের!

 

সৈয়দ আককাস উদদীন

 

চট্টগ্রামের সাতকানিয়া থানার চৌকস ওসি আনোয়ার হোসেনের জন্মদিন উপলক্ষে সাতকানিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রতি অভিনন্দন /শুভেচ্ছা ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্য কোন ইস্যু আপ হয়নি বলে বিভিন্ন সুত্র নিশ্চিত করেন।

শুক্রবার (২০শে আগষ্ট) সাতকানিয়ার ওসি আনোয়ার হোসেনের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) এ তার একক আধিপত্য ছিলো বলেও জানান নেটিজেনরা।

 

জানাযায়, চট্টগ্রামের সাতকানিয়া থানার ইতিহাসে নজিরবিহীন ইয়াবা আটক ও ইয়াবা কারবারী আটক করার ফলে সাতকানিয়া তথা পুরো বাংলাদেশে বার বার আলোচনায় আসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র বর্তমানে সাতকানিয়া ওসি আনোয়ার হোসেন।

শুধু তাই নই,বিচ্ছিন্ন হত্যাকান্ডের আসামীদের অলৌকিক ভাবে ২৪ঘন্টার ভেতরে গ্রেফতার করে চট্টগ্রাম তথা পুরো বাংলাদেশে আলোচনায় আসেন ওসি আনোয়ার।

তবে বিভিন্নসুত্র নিশ্চিত করেন ,মূলত কপাল ভালো আনোয়ার হোসেনের জন্মসুত্রেই খোদাপ্রদত্ত লক্ষী নইলে তার ঝুড়িঁতে এত সাফল্য আসার প্রশ্নও ওঠেনা।

জন্মদিন উপলক্ষে পুরো সাতকানিয়ায় শুভেচ্ছাময় স্ট্যাটাসের ভীড়ে ক্লান্ত হয়ে যাওয়া অনেক ফেসবুকার গনমাধ্যমকে বলেন,ওসি আনোয়ার আসার পর হতে কোন সেবা প্রার্থী থানায় আসলে উল্টো গাড়ীভাড়া নিয়ে বাড়ীতে যাওয়ার ইতিহাসও কম না।

তবে ওসি আনোয়ার হোসেনের জন্মদিন উপলক্ষে ওসি আনোয়ারময় ষ্ট্যাটাসের মুখোমুখি ধাক্কা খাওয়া সাবেক ছাত্রনেতা হারেজ মোহাম্মদ ও ওয়াহিদুল ইসলাম মানিক বলেন, আসলেই আনোয়ার ভাই যে ভালো মানুষ সেটা জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই বুঝা যায় যে তিনি কতটুকু স্থান করে নিয়েছেন মানুষের হৃদয়ে।

তবে দিনরাত ফেসবুকে থাকা অনেক বাঘা বাঘা আওয়ামীলীগনেতা জানিয়েছেন, সিএমপির মহসিনের সমার্থক শব্দই হচ্ছে আমাদের সাতকানিয়ার ওসি আনোয়ার।

অপরদিকে সাতকানিয়ার বাসিন্দারা যারা প্রবাসে থাকেন তাদের ফেসবুক জুড়েও ছিলো ওসি আনোয়ারকে শুভেচ্ছা জানানো ফেসবুক ষ্ট্যাটাস।

এদিকে বহির্বিশ্বেও কেন ফেসবুক জুড়ে শুভেচ্ছা জানানো হচ্ছে তার তদন্তে নামে গনমাধ্যম ফলে দেখা যায়,প্রবাসী পরিবার নাকি যখনই সাহায্যের জন্য কল করা হয়েছিলো ওসি আনোয়ারের ফোনে তখনই নাকি সেবা দিয়েছেন এবং সর্বোচ্চ পাশে থাকার চেষ্টা করেছেন।

চট্টগ্রাম সংবাদ /আই এইচ

মন্তব্য করুন

Your email address will not be published.