২১শে আগস্ট উপলক্ষে সাংসদ নদভী’র আলোচনা সভা ও দোয়া মাহফিল

 

 

সৈয়দ আককাস উদদীন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ আগস্ট গ্ৰেনেড হামলা দিবস উপলক্ষে সাতকানিয়া-লোহাগাড়া’র মাননীয় সাংসদ প্রফেসর ড আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম রূপালী আবাসিক নদভী প্যালেসে মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এ সময় ২১ আগস্ট গ্ৰেনেড হামলার ঘটনার জানিয়ে তিনি বলেন,

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করে ঘাতকেরা এ দেশ থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন। কিন্তু তাঁদের সেই চেষ্টা সফল হয়নি। তাই ঘাতকেরা ও থেমে থাকেননি। তাঁরা ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যম বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিলেন। তাতেও তাঁরা সফল হননি। আওয়ামী লীগ পরিবারের একজন কর্মীও বেঁচে থাকলে ওই ঘাতকদের চেষ্টা সফল হতে দেবেন না। এই সময় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামিলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ লিটন,মানব বিষয়ক সম্পাদক সরওয়ার উদ্দিন চৌধুরী, লোহাগড়া উপজেলা আওয়ামিলীগ সহ সভাপতি ও লোহাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুচ্ছফা,আওয়ামীলীগ নেতা গনি সম্রাট,লোহাগাড়া শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনু, স্থানীয় সাংসদের একান্ত সচিব ও উপজেলা আওয়ামিলীগের সদস্য এরফানুল করিম চৌধুরী, সাতকানিয়া উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ও মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম সেলিম চৌধুরী,নলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তসলিমা আক্তার, পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুচ,ছদাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাদ হোসেন চৌধুরী,কাঞ্চনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান আলী,ঢেমশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিদুয়ান,চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু,চরম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার শফিকুল রহমান,বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জুনায়েদ, আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দীন,কলাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ,লোহাগাড়া উপজেলা আওয়ামিলীগ নেতা নুরুল আলম জিকু,সাতকানিয়া উপজেলা আওয়ামিলীগ নেতা আসাদুজ্জামান জনি, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী সভাপতি সায়ইদুর রহমান দুলাল,কাঞ্চনা ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি মুখলেস উদ্দিন জাকের,সাতকানিয়া উপজেলা যুবলীগ নেতা এটিএম সাইফুল স্থানীয় সাংসদের সহকারী একান্ত সচিব এস এম সাহাদাৎ হোসেন, দেলোয়ার হোসেন বেলাল, আদিল চৌধুরী, ছাত্রলীগ নেতা আব্দুল মান্নান, শফিউল আজম জুয়েল,আব্দুল আল হারুন সায়দী।

মন্তব্য করুন

Your email address will not be published.