শোলকাটা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

আনোয়ারা প্রতিনিধি: গাছ লাগান পরিবেশ বাঁচান” এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারা উপজেলাযর সামাজিক সংগঠন উত্তর শোলকাটা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ২দিন ব্যাপি “বৃক্ষরোপন কর্মসূচি ২০২১” পালন করা হয়েছে। ২৭ ও ২৮ আগস্ট ২ দিন ব্যাপি চলা এই বৃক্ষরোপণ অভিযানে উপজেলার ছুরুত বিবি চৌধুরানী জামে মসজিদ হয়ে গনি শাহ সড়ক পর্যন্ত রাস্তার দুই ধারে প্রায় ৩০০টি ঔষধি, ফলজ ও বনজ গাছ রোপণ করার মাধ্যমে সংগঠনটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালীর সিনিয়র জুডিসিয়াল মেজিস্ট্রেট মোহাম্মদ ইলিয়াস মিটু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়েক সম্পাদক এড ফয়েজ উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা তাহের উদ্দিন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ দানু মিয়া, ইউপি সদস্য আবুল কাসেম মেম্বার, সমাজ কল্যান পরিষদের আহবায়ক জাবেদ উদ্দিন চৌধুরী কায়সার, যুগ্ম আহবায়ক মোহাম্মদ মুনছুর, সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান মিয়া সহ প্রায় অর্ধশত সেচ্ছাসেবী ও সংগঠনের সদস্যবৃন্দরা । এ সময় প্রধান অতিথি মোহাম্মদ ইলিয়াস মিটু বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা যেমন কঠিন, তেমনি বৃক্ষরোপণের চেয়ে এর রক্ষনাবেক্ষণ অনেক বেশি কঠিন। তাই সকলের উচিৎ বৃক্ষগুলোর সঠিক পরিচর্চার মাধ্যমে এই কর্মসূচির চূড়ান্ত সফলতা অর্জন করা। সংগঠনের যুগ্ম আহবায়ক মোহাম্মদ মুনছুর বলেন, বৃক্ষরোপণের এই কর্মসূচির প্রকৃতির সাক্ষী হয়ে থাকবে এবং সবুজায়নেও উদ্ভুদ্ধ করবে হাজারো প্রকৃতিপ্রেমী ও দেশপ্রেমিদের।

মন্তব্য করুন

Your email address will not be published.