আনোয়ারার লোকালয়ে আবারও বন্যহাতি

আনোয়ারায় আবারও লোকালয়ে নামলো বন্যহাতি। গত শুক্রবার ও শনিবার রাতে দুটি ঘর ও ফসলি জমি নষ্ট করেছে বন্যহাতি। উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক এলাকায় এ ঘটনা ঘটে। এ কারণে এলাকায় আতংক বিরাজ করছে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে খাবারের সন্ধানে দেয়াং পাহাড়ে থেকে নেমে আসা দুইটি বন্যহাতি বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক কমলার বাপের বাড়ির জসিম উদ্দিনের ঘরের দরজা জানালা ভেঙে দেয়। ওইসময় কাইছার উদ্দিনের ৩০ শতক জমির পাকা ধান নষ্ট করে। আগের দিন দেয়াঙ বাজারের মোহাম্মদ আলীর ঘর ভেঙে দেয়।

বৈরাগ ইউনিয়ন চেয়ারম্যান মো. সোলাইমান জানান, গত দুই বছর ধরে তিনটি হাতির দল এলাকায় তা-ব চালাচ্ছে। এতে এলাকার মানুষ অসহায় হয়ে পড়েছে। রাত জেগে পাহারা দিয়েও কেউ রেহাই পাচ্ছে না।

 

মন্তব্য করুন

Your email address will not be published.