অগ্নি দূর্গতদের পাশে কেঁওচিয়া সমিতি চট্টগাম

নিজস্ব প্রতিবেদক:

গত ২৭ শে আগষ্ট জনার কেঁওচিয়া ৭নং ওয়ার্ডের বাসিন্দা ওচমান গণি সওদাগরের বাড়ি বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। পুরো পরিবার কোন রকম শারীরিক ক্ষতি ছাড়া পাশের বাসায় আশ্রয় নেয়। বাড়ীর আসবাবপত্র সহ সবকিছুর ব্যাপক ক্ষতি হয়। এমতাবস্থায়, কেঁওচিয়া সমিতি-চট্টগ্রাম ওচমান ভাইয়ের পাশে থাকার জন্য মনস্থির করে এবং সমিতির সদস্যদের সার্বিক সহযোগিতায় আজ বিকালে ওচমান’য়ের হাতে গৃহনির্মাণ সামগ্রী ও নগদ টাকা মিলে প্রায় ১ লক্ষ টাকা হাতে তোলে দেন কেঁওচিয়া সমিতি চট্টগ্রাম এর  সভাপতি  আলহাজ্ব নেজাম উদ্দীন সাহেব, সহ-সভাপতি জনাব শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক জনাব শেখ সালাহ উদ্দিন দিনার এবং সমিতির আরো অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সমিতির পক্ষ থেকে আশ্বাস্ত করা হয়, পরবর্তীতে যদি আরো সহযোগিতা করার প্রয়োজন হয় তাহলে সমিতি সামর্থ্যানুযায়ী পাশে থাকবে। কেঁওচিয়ার মানুষের দুঃখে সুখে কেঁওচিয়া সমিতি -চট্টগ্রাম সবসময় পাশে ছিল,আছে এবং থাকবে,ইনশআল্লাহ। সকলের সহযোগিতা ও দোয়াই আমাদের একমাত্র পাথেয়।

মন্তব্য করুন

Your email address will not be published.