ডিএইচএমএস চিকিৎসক স্বার্থ সংরক্ষণ কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক: উচ্চ আদালতের একটি রায় পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে হোমিওপ্যাথিক ডাক্তারদের সাংবিধানিক ও মৌলিক অধিকার হরণের প্রয়াসে ও প্রস্তাবিত হোমিওপ্যাথির আইন ২০২১’শে ডিএইচএমএস চিকিৎসকদের যথাযথ স্বার্থ সংরক্ষণ সহ চলমান বিভিন্ন সমস্যার সমাধানকল্পে করণীয় শীর্ষক আজকের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড চট্টগ্রাম বিভাগীয় সদস্য ও বঙ্গবন্ধু হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ডাঃ একেএম ফজলুল হক সিদ্দিকী। সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের সাবেক মেম্বার ও বীর চট্টলার হোমিও কন্যাখ্যাত অধ্যাপিকা ডাঃ খোতেজা খুরশিদ অপরাজিতা কে আহ্বায়ক এবং বর্তমান বোর্ড মেম্বার ডাঃ একেএম ফজলুল হক সিদ্দিকী কে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট “ডিএইচএমএস চিকিৎসক স্বার্থ সংরক্ষণ কমিটি” গঠন করা হয়েছে। সভায় আগামী ২/৩ দিনের মধ্যে উক্ত আহ্বায়ক কমিটি বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাত ও উদ্ভূত পরিস্থিতিতে করণীয় নির্ধারণ এবং দেশের অন্যান্য হোমিওপ্যাথিক সংগঠনগুলোর সঙ্গে পর্যায়ক্রমে বসে দ্রুত পরবর্তী আইনি ও সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এতে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ডা.মৃদুল দে, বিএইচএমএ সিতাকুন্ড শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডা.রফিকুল ইসলাম, হোমিও কল্যাণ পরিষদের সভাপতি ডা.আবুল কালাম আজাদ, চট্টগ্রাম হোমিও ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি ডা.তপন ভৌমিক,হোপেস কেন্দ্রিয় যুগ্মমহাসচিব ও চট্টগ্রাম জেলার সভাপতি বঙ্গবন্ধু হোমিও হাসপাতালের প্রতিষ্ঠাতা সদস্য ও হোপেস হোমিও মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা সদস্য- ডা. মুহম্মদ লোকমান স্বাহোচিপ চট্টগ্রাম জেলার সেক্রেটারি উপাধ্যক্ষ ডা.চন্দন দত্ত, চট্টগ্রাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রভাষক ডা.শরিফুল কবির, চট্টগ্রাম হোমিও ঔষধ ব্যবসায়ি সমিতির সেক্রেটারি ডা. অমরেশ বড়ুয়া সৌমেদ, আজিজুর রহমান হোমিওপ্যাথিক কলেজের অধ্যাপক ডা.আ.জলীল, বীরমুক্তিযোদ্ধা কবি এমএম খুরশীদ সাহেবের সুযোগ্য সন্তান ডা.ইকবাল ভুঁইয়া,ডা. ফয়সল উদ্দিন, ডা.কিরন শর্মা, এতো আরো বক্তব্য রাখেন ডা.মনির হোসেন ডা.জিয়াউল হক, ডা.রুপম রুদ্র, পার্বত্য জেলা খাগড়াছড়ি হোমিও কলেজ প্রভাষক ডা.সাব্বির উদ্দিন, পুরাতন গীর্জা ন্যাশনাল হোমিও ফার্মেসির মালিক ডা.মিলন কান্তি চৌধুরী, রয়েল হোমিও একাডেমীর পরিচালক ডা.প্রমোদ দাস।

মন্তব্য করুন

Your email address will not be published.