রাঙামাটি হাসপাতালে কয়েকদিনের মধ্যে সেন্ট্রাল অক্সিজেন ইউনিট উদ্বোধন হবে

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন, ইতোমধ্যে পিসিআর ল্যাব স্থাপন হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে রাঙামাটি জেনারেল হাসপাতালে উদ্বোধন হবে সেন্ট্রাল অক্সিজেন ইউনিট, যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পার্বত্যবাসীর প্রতি আন্তরিকতার উপহার স্বরূপ। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে করোনা কালীন রাঙামাটির লংগদু উপজেলাধীন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার লংগদু উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইনুল আবেদীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অং সুই প্রু চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু। অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য আব্দুর রহীম, ঝর্ণা খীসা, আছমা আক্তার, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, লংগদু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, রফিক আহমেদ তালুকদার, দানবীর চাকমা, ওয়াশিংটন চাকমা প্রমুখ । শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ উপজেলার সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের ২১৭ জন শিক্ষক-কর্মচারীদের মাঝে শিক্ষকদের ৫ হাজার ও কর্মচারীদের ৩ হাজার টাকা করে করোনাকালীন সময়ে আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়ও উপজেলার বারবুনিয়া এলাকয় অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত ৬ দোকান মালিককে নগদ ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পরে লংগদুর ইসলামাবাদ এলাকায় প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ রাঙামাটি রেড ক্রস সোসাইটির পাহাড়ি-বাঙালি সুবিধাভোগীদের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করেন।

 

 

মন্তব্য করুন

Your email address will not be published.