এবার চিতা বিড়ালের খাঁচায় নতুন অতিথি

সাদা বাঘের জন্য বিশেষ খ্যাতি পাওয়া চট্টগ্রাম চিড়িয়াখানায় চিতা বিড়ালের খাঁচায় তিনটি নতুন অতিথি এসেছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) চিতা বিড়ালের তিনটি নতুন বাচ্চার জন্ম হয়।

চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ বলেন, সোমবার Leopard cat (Prionailurus bengalensis) বা চিতা বিড়ালের ঘরে জন্ম নেয় তিনটা নতুন অতিথি। যা চট্টগ্রাম চিড়িয়াখানার জন্য নতুন অভিজ্ঞতা। লিওপার্ড ক্যাটের ক্যাপটিভ ব্রিডিং খুবই বিরল একটি ঘটনা। সচরাচর তারা ক্যাপটিভ অবস্থায় বাচ্চা দিতে দেখা যায় না। ২০২০ সালের ফেব্রুয়ারিতে হাঙ্গেরির ডেভরিসেন জু’তে ক্যাপটিভ কন্ডিশনে একটি পুরুষ বাচ্চা জন্ম নেয়। এ ছাড়াও পাটনা জু’তে ক্যাপটিভ ব্রিডিংয়ের রেকর্ড আছে। বাংলাদেশের মধ্যে আমার জানামতে ক্যাপটিভ অবস্থায় চিতা বিড়াল চিটাগাং জু’তে প্রথম হয়েছে। এখন পর্যন্ত বাচ্চাগুলো সুস্থ অবস্থায় তার মায়ের কাছে আছে। বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র হিসেবে চট্টগ্রাম চিড়িয়াখানা আরও অবদান রাখবে এ আশা করি।

নগরের ফয়’স লেক এলাকায় ১৯৮৯ সালের ২৮ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত চট্টগ্রাম চিড়িয়াখানায় বর্তমানে ৬৬ প্রজাতির ৬২০টি পশু-পাখি রয়েছে। এর মধ্যে বাঘ, সিংহ, কুমির, জেব্রা, ময়ূর, ভালুক, উটপাখি, ইমু, হরিণ, বানর, গয়াল, অজগর, শিয়াল, সজারু ইত্যাদি উল্লেখযোগ্য।

মন্তব্য করুন

Your email address will not be published.