দ্রুতগতিতে এগিয়ে চলছে কলাউজান শাহ রশিদিয়া মাদ্রাসার ভবনের কাজ

লোহাগাড়া প্রতিনিধিঃ

 

চট্রগ্রাম এর লোহাগাড়া উপজেলার অন্তগত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কলাউজান শাহ রশিদিয়া ফাজিল মাদরাসার অবকাঠামো গত উন্নয়ন কাজ বিগত ২১/০৩/২১ ইং তারিখে সাতকানিয়া লোহাগাড়ার  সাংসদ ড. অাবু রেজা নদভী এম পি মহোদয় ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে মাদ্রাসা ৪ তলা ভবনের কাজ শুরু হয়।

কলাউজান শাহ রশিদিয়া ফাজিল মাদরাসার গভনিং বডির সভাপতি  সাইফুদ্দিন হাসান বলেন, বর্তমান শিক্ষাবান্ধব সরকারের উপযুক্ত শিক্ষা নীতি ও সাতকানিয়া লোহাগাড়ার  সাংসদের একান্ত প্রচেষ্টায় দ্রুত গতিতে এগিয়ে চলছে, কলাউজান শাহ রশিদিয়া মাদ্রাসায় ভবনের কাজ।

তিনি অারো বলেন অামি মাদরাসার সভাপতি হওয়ার পূর্বে মাদরাসা অবকাঠামো উন্নয়ন অবহেলিত ছিল,মাদরাসায় খেলার মাঠ ছিল না সেটি ব্যবস্থা করেছি,পুকুরে রির্টান ওয়াল করেছি,গভীর নলকূপ স্থাপন করেছি, মাদ্রাসায় বর্তমানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন, ও প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে মাদরাসার ২ টি চারতলা বিশিষ্ট ভবনের কাজ চলতেছে,তিনি এলাকা বাসী ও মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.