মহেশখালীতে স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচী শুরু

মিছবাহ উদ্দীন (আরজু), মহেশখালী

মহেশখালীতে শুরু হয়েছে স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচী ৷ পূর্বের ঘোষণা অনুযায়ী আজ ১৬ ফেব্রুয়ারি স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচী শুরু হয় ৷
মহেশখালী পৌরসভার ৯ ওয়ার্ডের ভোটারদেরকে আজ স্মার্ট কার্ড দেওয়া হয়েছে ৷ মহেশখালী নির্বাচন অফিস সূত্রে জানা যায়, শুধুমাত্র ২০১৯সালের হালনাগাদকৃত ভোটারদেরকে স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে ৷

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জুলকার নাইন জানান, আজ (১৬ ফেব্রুয়ারি) পৌরসভার সকল ওয়ার্ডের প্রায় সাড়ে আটশো এর মতো ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে৷ যারা উপস্থিত হতে পারবেনা, তাদের জন্যে পরবর্তীতে আরেকটি দিন নির্ধারণ করে অফিস আদেশের মাধ্যমে জানানো হবে ৷

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১৬ ফেব্রুয়ারি মহেশখালী পৌরসভা, ১৭ ফেব্রুয়ারি হোয়ানক, ১৮ ফেব্রুয়ারি শাপলাপুর, ২২ ফেব্রুয়ারি মাতারবাড়ি, ২২ ফেব্রুয়ারি বিকেল হতে ধলঘাটা, ২৩ ফেব্রুয়ারি বড় মহেশখালী,২৪ ফেব্রুয়ারি কালারমারছড়া,২৫ ফেব্রুয়ারি কুতুবজোম এবং ২৮ ফেব্রুয়ারি ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদ সমূহে স্মার্ট কার্ড বিতরণের দিন নির্ধারণ করা হয়েছে ৷

সম্পাদনা: আই এইচ

মন্তব্য করুন

Your email address will not be published.