মহেশখালীর মাতারবাড়ীতে টমটমের ধাক্কায় ১ শিশু নিহত

মহেশখালী প্রতিনিধি: মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের সাইরার ডেইল এলাকায় টমটমের (ইজিবাইক) ধাক্কায় ১ শিশু কন্যা নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ৪ অক্টোবর (সোমবার) বিকাল ৫টায়, নিহত শিশু কন্যা স্থানীয় সাইরার ডেইল এলাকার মোহাম্মদ ইশিম মাঝির মেয়ে রোকেয়া বেগম (৭) বলে জানা যায়। এ ব্যাপারে ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, মাতারবাড়ীর দক্ষিণ সাইরার ডেইল স্টেশন থেকে দ্রুতগতিতে আসা একটি টমটম সড়কের এক পাশে থাকা শিশু কন্যা রোকেয়া বেগম (৭) কে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায় টমটম চালক। এসময় ঘটনা স্থলেই মারা যায় শিশুটি। এঘটনায় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে রাখায় বন্ধ রয়েছে যান চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ঘটনাস্থলে পুলিশ। সড়ক দুর্ঘটনায় শিশু নিহতের খবরে এলাকায় নেমে আসে শোকের ছায়া। ঘাতক টমটম চালকের নাম মোহাম্মদ আলী। সে মাতারবাড়ী ইউপিস্থ মনহাজীর পাড়া এলাকার বলে জানা যায়। সে এখনো পলাতক রয়েছে। স্থানিয়রা অভিযোগ করে বলেন- কমবয়সী,অদক্ষ,লাইসেন্সবিহীন চালকদের বেপরোয়া টমটম কেঁড়ে নিচ্ছে ছোট,বড়,বৃদ্ধার জীবন। আজ ছোট ছেলে, কাল বয়স্ক এভাবে ঘটছে দুর্ঘটনা। হন্তারক টমটমের লাগাম টানতে কোন পদক্ষেপ নিচ্ছেনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্পীড ব্রেকার না থাকায় পূর্বের তুলনায় বাড়ছে রোড এক্সিডেন্ট। শিক্ষা প্রতিষ্ঠান, বাজারের প্রবেশমুখ এবং প্রতি মোড়ে মোড়ে স্পীড ব্রেকার থাকলে অনেকটা এড়ানো যাবে জীবন হন্তারকের মতো এক্সিডেন্ট। এছাড়াও প্রধান সড়কের হাঁটাচলার জায়গায় রাখা হচ্ছে বাঁশ ও বিভিন্ন রকম জিনিস। যার কারণে স্থানিয় জনসাধারণের হাঁটাচলা বেকায়দায় পড়তে হচ্ছে। দ্রুত প্রশাসনকে ব্যবস্থা নিতে অনুরোধ জানান স্থানিয় সচেতন মহল। এ ব্যাপারে মহেশখালী থানার ওনি আব্দুল হাই এর যোগাযোগ করা হলে তিনি আমাদের প্রতিনিধিকে জানান- আমারা ঘটনার খবর পেয়েছি ঘটানাস্থলে পুলিশের একটি টিম রয়েছে, দ্রুত একটি ব্যবস্থা করে হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.