দীঘিনালায় রেড ক্রিসেন্ট কর্তৃক অনুদান প্রদান

দীঘিনালা প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষে অনুদানের চেক বিতরণ করেছে রেড ক্রিসেন্ট খাগড়াছড়ি ইউনিট।

 

রবিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় দীঘিনালা উপজেলা অডিটোরিয়াম ভবনে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিডি বিভাগ খাগড়াছড়ি কর্তৃক দীঘিনালা উপজেলাধীন কবাখালী ইউনিয়নের আলী নগর ও মেরুং ইউনিয়নের পূর্ণ চন্দ্র কার্বারী পাড়ার ৬০ জন সুফলভোগীকে পরিবার প্রতি ৩০ হাজার টাকা হারে চেক বিতরণ করা হয়েছে।

 

খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মো. শানে আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. কাশেম।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য ধীমান খীসা, ইকোসেক প্রকল্পের ফোকাল পার্সন বাকি বিল্লাহ, আন্তর্জাতিক রেড ক্রস কমিটির ইকোসেক জেনারেলিস্ট রাকিবুল হাসান শুভ, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট কর্মকর্তা আব্দুল গনি মজুমদার প্রমুখ।

মন্তব্য করুন

Your email address will not be published.