দীঘিনালায় মোবাইলকোর্ট পরিচালনায় ৯,৫০০ টাকা অর্থদন্ড

দীঘিনালা প্রতিনিধি: চলমান নিত্যপ্রয়োজনীয় পন্যের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে দীঘিনালার বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা। ১৩ অক্টোবর (বুধবার) উপজেলার থানা বাজার ও বোয়ালখালী বাজারসহ মোট ৬ টি দোকানে তদারকি করে ৬ টি মামলায় মোট ৯,৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মোস্তফা বলেন, জেলা ম্যাজিস্ট্রেট স্যার এর নির্দেশনা মতে আজ উপজেলার বিভিন্ন বাজারসমূহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দ্রব্যমূল্য তদারকি করে থানা বাজার ও বোয়ালখালী বাজারসহ ৬ মোট টি মুদির দোকানে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এসময় মূল্য তালিকা না থাকাসহ নানা অনিয়মের কারণে ৬টি মামলায় মোট ৯,৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

Your email address will not be published.