সাতকানিয়ায় স্থানীয়দের পারাপারে যেন গুরুত্ব নেই উপজেলা প্রশাসনের!

সৈয়দ আক্কাস উদ্দীন:

সাতকানিয়ায় বেইলি ব্রিজের পাটাতন উঠে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ২৪ দিন পেরিয়ে গেলেও সংস্কার না হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগনণকে।

গত ২৫ জানুয়ারি সকাল সাড়ে দশটার সময় উপজেলার আমিলাইষ সারওয়ার বাজার হয়ে মৌলভীর দোকান সড়কের নলুয়া ইউনিয়নের ডলু নদীর উপর বেইলি ব্রিজটির পাটাতন উঠে গিয়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে হেঁটে ব্রিজ পার হয়ে উপজেলার কেরানীহাট, উপজেলা সদরসহ বিভিন্ন জায়গায় যেতে দুর্ভোগে পড়েছে চলাচলকারী যানবাহন ও যাত্রীরা। ২৪দিন পার হলেও কোন ধরনের সংস্কার হয়নি এখনো।

সরেজমিন গিয়ে দেখা যায়, ব্রিজটির দুইটি পাটাতন উঠে গিয়ে ঝুঁকে পড়েছে। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। চলাচলকারী গাড়ির চালকরা বলেন, ব্রিজটি অনেকদিন ধরে ঝুঁকে পড়েছে। পাটাতন উঠে গিয়ে যানবাহন অনেক দুর্ঘটনার শিকার হয়েছে।ব্রিজটি প্রশস্ত কম হওয়ায় একই সাথে দুইটি চার চাকার বাহন চলাচল করতে পারে না। ব্রিজটি দ্রুত সংস্কার করে প্রশস্ত করারও কথা বলেন স্থানীয়রা।

এ বিষয়ে সাতকানিয়া উপজেলা প্রকৌশলী পারভেজ সারওয়ার হোসেন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বেইলি ব্রিজটির সংস্কার কাজের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মূলত এটা ইস্টিমেট করে হেডকোয়ার্টারে পাঠানো হয়েছে। এটা প্রথমে জেলা তারপর অঞ্চল সেখান থেকে হেডকোয়ার্টারে এখন। ওঠা ১৭ লক্ষ টাকার কাজ, যেটা এপ্রুভ হলে আমরা সংস্কারের কাজ শুরু করবো।

মন্তব্য করুন

Your email address will not be published.