নিজস্ব প্রতিবেদক
সারা বিশ্বে সৃষ্টি হওয়া মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সৃষ্ট করোনা ভ্যাকসিন তথা কোভিড-১৯ টিকা গ্রহন করলেন সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চেয়ারম্যান। ২০ই ফেব্রুয়ারী (শনিবার) বিকেলে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সের কোভিড-১৯ টিকা কার্যক্রম কেন্দ্রে স্ব-শরীরে উপস্থিত হয়ে এই টিকা গ্রহন করেন তিনি। এসময় তার সাথে উপস্থিত ছিলেন যুবদল নেতা জাহেদুল ইসলাম, মিজানুর রহমান সহ দলীয় নেতা কর্মীরা।
ভ্যাকসিন গ্রহন কালে মুজিবুর রহমান বলেন, এই ভাইরাস অত্যান্ত মারাত্মক একটি ভাইরাস যা আমরা সবাই জানি। আমাদের মাঝে এই ভাইরাসে আক্রান্ত হয়ে অনেকেই প্রাণ হারিয়েছেন। প্রিয় মানুষদের যেন হারাতে না হয় বিজ্ঞানীরা কঠোর পরিশ্রমের মাধ্যমে এই ভ্যাকসিন আবিস্কার করেছেন। আমাদের প্রত্যেকের উচিৎ এই ভ্যাকসিন গ্রহন করা যেন সবাই সুস্থ থাকি এবং করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে পারি।
এসময় তিনি কোভিড-১৯ টিকা কার্যক্রমে বাংলাদেশে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।