সাতকানিয়ায় বাস-ট্রেইলার সংঘর্ষ, আহত ১০

সাতকানিয়ায় বাসের সঙ্গে ট্রেইলার মুখোমুখি সংঘর্ষে দশজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মাদারবাড়ি এলাকার সেভেন বিএম ইটভাটার সামনে এ ঘটনা ঘটে।

এসময় সড়কে প্রায় এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। ফলে মহাসড়কের উভয় পাশে শত শত গাড়ি আটকা পড়ে যাত্রী ও সাধারণ লোকের চলাচলে দুর্ভোগ পোহাতে দেখা গেছে। পরে পুলিশ রেকার দিয়ে সড়ক থেকে ট্রেইলারটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় বাসিন্দা সেভেন বিএম ইটভাটার মালিক শামসুল ইসলাম ও স্থানীয় ইউপি সদস্য আবদুল মান্নান জানান, গত বৃহস্পতিবার রাতে সেভেন বিএম ইট ভাটার সামনে চট্টগ্রামমুখী (ঢাকামেট্রো-ঢ-৮১-০১৫৬) ট্রেইলার ও লোহাগাড়াগামী (চট্টমেট্রো -জ-০৫-০৩২৪) মিনি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ গাড়ির কমপক্ষে ১০ যাত্রী আহত হয়। দুর্ঘটনার সাথে সাথে ইটভাটার শ্রমিকেরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে স্থানীয় আশশেফা হাসপাতালে পাঠিয়ে দেন। এসময় সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।

আহতদের মধ্যে হাসপাতাল থেকে ছয় জনের নাম জানা গেছে। তারা হলেন, ট্রেইলারের হেল্পার জাকির স্বপন (৩৩), যাত্রী ফারুক আহমদ (২০), আব্দুস ছালাম (৬০), হেলাল উদদীন (২৭), বাসের চালক ফজলুল হক (৬৫) ও ট্রেইলারের চালক আবু বক্কর (৩৮)। এদের মধ্যে কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দোহাজারী হাইওয়ে পুলিশের ওসি মো. আবদুর রউফ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে গুরুতর চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

বাস ও ট্রেইলার দুটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.