সরকারের সঙ্গে আইআইইউসির দূরত্ব ঘুচেছে, এখন লক্ষ্য আন্তর্জাতিক র‍্যাংকিং

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেছেন, ‘সরকারের সাথে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের আইআইআউসির একটা বিশাল দূরত্ব ছিল। আমি দায়িত্ব নেওয়ার পর সে রেডমার্ক উঠে গেছে। এখন আইআইইউসিকে আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে এগিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছি।’

সোমবার (১৫ নভেম্বর) চট্টগ্রামের হোটেল আগ্রাবাদের হল রুমে আইআইইউসির এমবিএ ও এমবিএম প্রোগ্রামের ৬৪ ও ৬৫ তম ব্যাচের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি আআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানের দায়িত্ব নেওয়া সাতকানিয়া-লোহাগাড়া আসনের এ সংসদ সদস্য বলেন, ‘বাংলাদেশের ১০৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে রয়েছে। এর মধ্যে শুধু ৯টি বিশ্ববিদ্যালয়ে ভিসি, প্রোভিসি ও ট্রেজারার রয়েছে। বাকি ১০০টির নেই। চিঠি দিয়ে রেখেছে তারা। অনুমোদন আসেনি। কিন্তু দ্রুত সময়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীকে বলে আমরা ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগের অনুমোদন নিয়েছি।’

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মেগা প্রকল্পের আওতায় মিরসরাই ইকোনমিক জোন হচ্ছে। ৩৪ হাজার একর জমিতে এই ইকোনমিক জোন হচ্ছে। যে সারা পৃথিবীর সবাই অংশগ্রহণ করছে। ওখানে তোমাদের মেধা কাজে লাগবো আমরা। সেজন্য তোমরা ভালো করে লেখাপড়া করো।’

আইআইইউসিকে দেশের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘আইআইইউসি’র ডান দিকে কুমিরায় রেলস্টেশনের কাজ দ্রুত সময়ে সম্পন্ন হয়ে যাবে। দায়িত্ব নেওয়ার পর ছয় মাসে বিগত ছয় বছরের কাজ করেছি। ফরেন ও ফিমেইল স্টুডেন্টদের জন্য বহদ্দারহাটে ১৫ তলা একটি ভবন হচ্ছে। যেখানে এক হাজার মেয়ে থাকতে পারবে। ক্যাম্পাসে যে ছোট ছোট খাল রয়েছে সেগুলোকে হাতিরঝিলের আদলে তৈরি করা হবে। সবকিছু হবে, আমাদেরকে একটু সময় দাও।’

বিশেষ অতিথির বক্তব্য বিওটির সদস্য ও আইআইইউসির উইমেন ক্যাম্পাসের চেয়ারম্যান রিজিয়া রেজা চৌধুরী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের প্রবর্তক মাননীয় প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দিবে বাংলাদেশ। এই লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে। এর আগে যে কনসেপ্ট ছিল ভিজিটাল বাংলাদেশ তা আজ বাস্তবায়ন হয়েছে। করোনার প্রাদুর্ভাবে আমরা সবাই ঘরবন্দি ছিলাম। তথ্যপ্রযুক্তির কারণে খুব সহজেই শিক্ষা কার্যক্রম ও ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পেরেছি আমরা ঘরে বসেই।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসির ভিসি ড. আনোয়ারুল আজিম আরিফ, প্রো-ভিসি মছরুরুল মওলা, বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের চেয়ারম্যান এমদাদ হোছাইন, ফাইনান্স কমিটির চেয়ারম্যান ড. রশিদ আহমদ চৌধুরী, রেজিস্ট্রার প্রফেসর শফিউর রহমান, এমবিএ ও এমবিএম প্রোগ্রামের কো-অর্ডিনেটর আবদুল্লাহীল মামুন। এছাড়া আইআইইউসির এমবিএ ও এমবিএম প্রোগ্রামের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম সংবাদ/ আই এইচ।

 

মন্তব্য করুন

Your email address will not be published.