দীঘিনালায় ইউপি নির্বাচন উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের বাছাই কার্যক্রম সম্পন্ন

দীঘিনালা প্রতিনিধি:

ইউপি নির্বাচন তৃতীয় ধাপ উপলক্ষে ভোট কেন্দ্রের নিরাপত্তা ও আইন শৃংখলা রক্ষার নিমিত্তে আনসার ও ভিডিপি সদস্যদের বাছাই কার্যক্রম সম্পন্ন করেছে দীঘিনালা উপজেলা আনসার ভিডিপি কর্তৃপক্ষ।

(বৃহস্পতিবার) আগামী ২৮ নভেম্বর ১ নং মেরুং ইউপি, ২ নং বোয়ালখালী ইউপি ও ৩ নং কবাখালী ইউপি নির্বাচনকে সামনে রেখে উপজেলার দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে খাগড়াছড়ি জেলার সহকারী কমান্ড মো. আনোয়ার হোসেন’র উপস্থিতে অস্ত্র ও শর্টগানসহ মৌলিক প্রশিক্ষণ প্রাপ্তদের মধ্যে ৩৩ টি দলে প্রতি দলে একজন পিসি সহ ১০ জন পুরুষ ও ৭ জন নারীসহ মোট ১৭ জন করে ৩৩ টি দলে মোট ৫৬১ জন প্রার্থী বাছাই করা হয়।

প্রার্থী বাছাই শেষে সকলের অবগতির জন্য নির্বাচনী বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন সহকারী জেলা কমান্ড মো. আনোয়ার হোসেন।

এতে উপস্থিত ছিলেন, পানছড়ি উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাব্বির আহমেদ, দীঘিনালা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শাহ মোফাচ্ছের হক, উপজেলা প্রশিক্ষিকা রোকেয়া পারভিন ও নিলুফা ইয়াসমিন প্রমূখ।

মন্তব্য করুন

Your email address will not be published.