বাঁশখালীতে ২ টি এলজি, ৪ হাজার ৮শ পিচ ইয়াবা এবং পরোয়ানাভূক্ত আসামীসহ আটক ১০

বাঁশখালী প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী পুঁইছুড়ি এলাকার পূর্ব পুঁইছুড়ি পাহাড়ী এলাকায় ২ টি এলজি সহ মো. নুরুল হুদা (৫০) নামে এক ডাকাতকে আটক করেছে বাঁশখালী থানা পুলিশ। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই ডাকাত পালিয়েছে বলে জানা যায়। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ৯ টায় মো. নুরুল হুদা কে বাঁশখালী পুলিশ থাকে আটক করে । তার থেকে দুইটি দেশিয় তৈরি এলজি উদ্ধার করা হয়েছে। মো. নুরুল হুদা স্থানীয় পুঁইছুড়ি ইউপির ৫ নং ওয়ার্ডের মৃত হাবিব উল্লাহর ছেলে। অপর দিকে ৪ হাজার ৮শ পিচ ইয়াবা এবং পরোয়ানাভূক্ত আসামীসহ আরো ৯ জনকে আটক করেছে বাঁশখালী থানা পুলিশ। বাঁশখালী থানার এসআই( নিঃ) মং থোয়াই হ্লা চাক সঙ্গীয় ফোর্সসহ গত কাল সন্ধায় গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া ৪৮০০ (চার হাজার আটশত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ আসামী-১। লায়লা বেগম(৫০), পিতা-মৃত মো: শফি, মাতা-মৃত মজুম খাতুন, সাং-কুতুপালং, ব্লক নং-জি-৫, থানা উখিয়া, ১। মো: শফিকুল (২৬), পিতা-আব্দুল খালেক, মাতা-নুর আয়েশা বেগম, সাং-পুকপুকুরিয়া বড়পাড়, ০৯নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা, থানা-চকরিয়া, ২।আহম্মদ হোসাইন (১৯), পিতা-ছৈয়দুর, মাতা- আনোয়ারা বেগম, সাং-বালুখালী রোহিঙ্গা ক্যাম্প, ১৮নং ক্যাম্প, ব্লক নং- K-12, থানা-উখিয়া, সর্ব জেলা-কক্সবাজারদের গ্রেফতার করেন। অপর দিকে পৃথক অভিযানে পরোয়ানাভূক্ত আসামী ১.মো: শফিক,পিতা-মৃত আমির আলী, সাং-পশ্চিম চাম্বল ২.মুহাম্মদ শাহেদ হোসাইন,পিতা-মুহাম্মদ নুরুল আলম, সাং-শেখেরখীল,মাইজপাড়া,৭নং ওয়ার্ড, ৩. রাখাল দাশ, পিতা-বিপন দাশ, সাং-মধ্যম ইলিশা, ৪. নুরুল আলম, পিতা-মৃত ছিদ্দিক আহমদ,সাং-মাইজপাড়া,৭নং ওয়ার্ড, শেখেরখীল ইউপি,৫. বিপন দাশ, পিতা-মৃত দেবেন্দ্র দাশ, সাং-মধ্যম ইলিশা, সর্বথানা-বাশখালী, জেলা-চট্টগ্রামদের পরোয়ানা মূলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বাঁশখালীর অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তি মাদকদ্রব্য বিক্রির উদেশ্যে পূর্ব পাহাড়ী এলাকায় নিজ বাড়ীর সামনে থেকে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্ব অভিযান পরিচালনা করে ২ টি এলজি সহ এক ডাকাত কে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ডাকাত নুরুল হুদার বিরুদ্ধে ১৫ মামলা রয়েছে। অপরদিকে ৪ হাজার ৮শ পিচ ইয়াবা এবং পরোয়ানাভূক্ত আসামীসহ সর্বমোট ১০ জনকে আটক করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.