বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৯ হাজার ২ শ পিচ ইয়াবাসহ বিভিন্ন মামলার ৮ আসামী গ্রেফতার

বাঁশখালী  প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের অভিযানে ৯ হাজার ২ শত পিস ইয়াবা ট্যাবলেট সহ নিয়মিত ও জি আর ওয়ারেন্ট মামলার ৮ জন নারী-পুরুষকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে বাঁশখালী থানা পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে। থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) বাঁশখালী থানাধীন দক্ষিন পুঁইছড়ি (আনোয়ারা- বাঁশখালী – পেকুয়া) আঞ্চলিক মহাসড়কে এই বিশেষ অভিযান পরিচালনা করে কক্সবাজার জেলার টেকনাফ ৭ নং ওয়ার্ড বাহারচড়া মাথা ভাঙ্গা এলাকার মোজাহের মিয়ার পুত্র মোঃ নুরুল আবছার (২১), টেকনাফ ৯ নং ওয়ার্ডের হীলা নোয়া পাড়া এলাকার মোঃ শফির পুত্র মোঃ আব্দুর রহিম(২১), টেকনাফ ৮ নং ওয়ার্ডের মেছনী নয়াপাড়া এলাকার মোঃ সেলিমের স্ত্রী মনোয়ারা বেগম(২৮), টেকনাফ হীলা নয়াপাড়া ৯নং ওয়ার্ডের আলী আহমদের পুত্র বানু বিবি (৪০), চকরিয়া কেটখালী ৯ নং ওয়ার্ডের নতুন পাড়া এলাকার ইয়াছিনের পুত্র রশিদুল্লাহ(২৮) ও টেকনাফ কুলাপাড়া ৬ নং ওয়ার্ডের আব্দু সালামের স্ত্রী রহিমা খাতুনকে ৯ হাজার ২ শত পিস ইয়াবাসহ আটক করে বাঁশখালী থানা পুলিশ। অপর দিকে মঙ্গলবার গভীর রাতে নিয়মিত মামলার আসামী চাম্বল ইউপির পূর্ব চাম্বল এলাকার বীরমুক্তিযোদ্ধা মৃত দেলোয়ার হোসেনর পুত্র মনোয়ার হোসেন বাবুল ও বাঁশখালী পৌরসভার উত্তর জলদী এলাকার আবদুল মাবুদের পুত্র জি আর ওয়ারেন্ট আসামী নাছিরকে নিজ বাড়ী থেকে আটক করা হয়। পৃথক পৃথক অভিযানের নিয়মিত, জিআর ওয়ারেন্ট মামলার আসামী ও ইয়াবা ট্যাবলেটসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল উদ্দীন। তিনি বলেন, আটক আসামীদের আদালতে সোপর্দ ও ইয়াবা পাচারকারীদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.