এবার সাতকানিয়ায় মাহফিলের বিরানীর ডেক্সি নিয়ে রক্তপাত!

 

নিজস্ব প্রতিবেদক

সাতকানিয়ার এওচিয়ায় বিরানীর ডেক্সির নিয়ন্ত্রন নিয়ে রক্তপাতের ঘটনা ঘটেছে।

গত ২১শে ফেব্রুয়ারী(রবিবার) উপজেলার এওচিয়া ছড়ারকুলে মাহফিলের বিরানীর ডেক্সি নিয়ন্ত্রনকে কেন্দ্র করে এই হামলা হয়েছে।

হামলায় আহত কিশোর এওচিয়া ছড়ারকুলের আব্দুর রহিমের ছেলে মোঃআনিস(২৪)

সে বঙ্গবন্ধু পরিষদ দেওদীঘি শাখার সদস্য।

স্থানীয়রা জানান,গত ২১শে ফেব্রুয়ারী রাতে এওচিয়া ছড়ারকুলে স্থানীয় কিশোরদের উদ্যোগে আলোর প্রদীপ একতা সংঘের ব্যানারে একটি মাহফিল আয়োজন করেন।

মাহফিল শেষে ২৩ তারিখ রাত ২টায় মাহফিলের অবশিষ্ট বিরানীর নিয়ন্ত্রনে নিতে চাই আহত আনিছের প্রতিপক্ষ গ্রুপ! এখানেই তর্কাতর্কির এক পর্যায়ে আনিছের উপর পাশে স্তুপ করে রাখা ইট দিয়ে মাথা, মুখ মন্ডল, শরীরের বিভিন্ন স্থানে থেতঁলে দেয়া হয়।

পরে স্থানীয়দের সহযোগিতায় সাতকানিয়া আলফা হাসপাতাল ও সাতকানিয়া সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স শেষে  চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে আনিছ  চিকিৎসাধীন।

আনিছের বড় ভাই মোঃ মিজানুর রহমান জানান,স্থানীয় একটি কিশোর গ্যাং পূর্বপরিকল্পিত ভাবে মাহফিল শেষে আমার ছোট ভাইকে হত্যার উদ্দেশ্যে ইট দিয়ে উপুর্যপুরি আঘাত করেন।

আমি ভাইকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল এ থাকায় থানায় এখনো মামলা করিনি।

এদিকে সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন,অভিযোগ পেলেই মামলা নেয়া হবে,এই বিষয়ে বিন্দু মাত্র ছাড় নই।

এদিকে এস আই তাপস বলেন,মামলার আগে ও পরিস্থিতি পর্যবেক্ষনের জন্য ওসি স্যারের নির্দেশনা আছে। আমরা সেই ভাবেই পরিস্থিতি পর্যবেক্ষনে আছি।

তিনি আরো বলেন যেহেতু মর্মান্তিক ঘটনা ঘটে গেলো সে ক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবেনা।

এদিকে আলোর প্রদীপ ব্যানারে মাহফিলের আয়োজক মোঃ জাভেদ জানান,আলোর প্রদীপের পক্ষ থেকে আহত আনিচকে সহযোগিতা করা হবে তবে এখনো কোন সহযোগিতা করা হয়নি বলে জানান,আহত আনিছের বাবা আব্দুর রহিম।

এদিকে স্থানীয় শাহজান আর জাহাঙ্গীর, সেলিমরা জানান,বিষয়টা খুবই মর্মান্তিক আমরা এটার সুষ্ট বিচার আশা করি।

মন্তব্য করুন

Your email address will not be published.