লোহাগাড়া প্রতিনিধি: জুতা পায়ে শহীদ মিনারে বসে মুচকি হাসি হাসছেন লোহাগাড়ায় এক ইউপি সদস্য (মেম্বার) প্রার্থী। ওই প্রার্থীর নাম মুহাম্মদ আহসান উল্লাহ দেওয়ান (বি.এ)। তিনি বড়হাতিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ছিলেন ও একই ইউনিয়নের আওয়ামী লীগ নেতা। ভোট যুদ্ধে ৮ জন প্রার্থীর মধ্যে সর্বনিম্ন ভোট পেয়ে সবার নিচে তিনি। স্থানীয় সুত্রে জানা যায়, গত রোববার নির্বাচন চলাকালীন কোন এক সময়ে এমন কান্ড ঘটায় তিনি। এলাকার শিক্ষিত লোকজনের নজরে আসলে ছবি ধারণ করে তাঁরা। আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ছবিটি ফেইসবুকে ভাইরাল হয়। যা মুহূর্তে চারদিকে ছড়িয়ে পড়ে। তার এমন কান্ডে বিব্রত স্থানীয় আওয়ামী লীগ। এ ঘটনার তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হামেদ হোসেন মেহেদী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবিটি পোস্ট করে আহসান উল্লাহ দেওয়ান এর শাস্তি দাবি করেন। এর পরপরই মুহাম্মদ আহসান উল্লাহ দেওয়ান (বি.এ) নিজের ফেইসবুক একাউন্টে এক পোস্টে লিখলেন, শহিদ মিনার পবিত্র স্থান। আমাদের শ্রদ্ধার জায়গা। আমি একজন সচেতন নাগরিক হিসেবে এই কাজ করতে পারিনা। ছবি এডিট করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। কথিত এই মেম্বার প্রার্থী ক্ষমা না চেয়ে এডিট বলে চালিয়ে দেওয়ায় ফুঁসে ওঠেছে স্থানীয়রা। আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি এটির শাস্তি দাবি করেন এলাকার সচেতন মহল।
চট্টগ্রাম সংবাদ/ আই এইচ।