উপমহাদেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মাছ শিকারে ব্যবহৃত অবৈধ নৌকা এবং মাছ ধরার সরঞ্জাম জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রসাশন।
সোমবার (৩ জানুয়ারি) বিকাল ৪টার দিকে হালদা নদীর রাউজানের গহিরা কাজী পাড়া এলাকায় অভিযান চালানো হয়।
হালদায় অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম বলেন, সেমাবার বিকালে রাউজানস্থ গহিরা কাজী পাড়া থেকে মাছ শিকারে একটি অবৈধ নৌকা ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করেছি। আমাদের উপস্থিতি টের পেয়ে নৌকা ফেলে মাঝি পালিয়ে যায়। হালদা নদী রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
চট্টগ্রাম সংবাদ / আই এইচ।