লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় টিনের ঘরের বীমের সাথে ওড়না প্যাঁচানো এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে লোহাগাড়া থানা পুলিশ।নিহত কিশোরের নাম মুহাম্মদ জাহেদ (১৮)। বুধবার ( ৫ জানুয়ারী ) দুপুরে পূর্ব লোহাগাড়া-কলাউজান সীমান্তের হাজী পাড়ার মাছের প্রজেক্টের টিনের ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়৷
নিহত জাহেদ কলাউজান ইউনিয়নের বাংলাবাজার এলাকার সিএনজি অটোরিকশা চালক শাহ আলমের পুত্র।
নিহতের বাবা সিএনজি চালক মো. শাহ আলম বলেন, ‘জাহেদ চট্টগ্রাম শহরে দর্জির কাজ করতো। ৫/৬ দিন পর গতকাল মঙ্গলবার রাতে বাড়িতে বেড়াতে এসেছিল। সকালে সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে যায়। দুপুর ১ টার দিকে বাড়িতে খবর আসে জাহেদের লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।’
এদিকে, ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা সেটির সুষ্ঠু তদন্ত দাবি করেছেন এলাকাবাসী।
এলাকাবাসীর ধারণা এটা একটা পরিকল্পিত হত্যা।
খবর পেয়ে ঘটনাস্হল পরিদর্শন করেছেন
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ ও এসআই মোজাম্মেল হক।
ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, দুপুর ১ টার দিকে জাহেদের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্হানীয় এলাকাবাসীরা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এই ব্যাপারে আমরা আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।