টেকনাফে পানির নিচ থেকে ৫ কোটি টাকার আইস উদ্ধার

কক্সবাজার টেকনাফে পানির নিচ থেকে উদ্ধার করা ৫ কোটি টাকা মূল্যের আইচ
কক্সবাজারের টেকনাফে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। যার বাজার মূল্য পাঁচ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

মঙ্গলবার (০৪ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার

তিনি জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাবরাং বিওপির লবণ মাঠ সংলগ্ন ৫ নং স্লুইচ গেইট এলাকায় পানির নিচে পিলারের সাথে লুকানো অবস্থা থেকে ভয়ঙ্কর এই মাদকের চালানটি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে মাদক কারবারীদের সনাক্ত করতে ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

চট্টগ্রাম সংবাদ/ আই এইচ।

মন্তব্য করুন

Your email address will not be published.