লোহাগাড়ায় সারাদিন লাইলা-হাকিম ও এতিম খানার উদ্যোগে ২ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

লোহাগাড়া প্রতিনিধঃ

অসহায়-দুঃস্থ জনগণের মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার যেমন কাজ করছে, তেমনি ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগে জনগণের কাছে বিনামূল্যে স্বাস্থ্য সেবা পৌঁছে দিয়ে কাজ করে যাচ্ছে লায়লা হাকিম ফাউন্ডেশন৷

শনিবার (০৮জানুয়ারী) সকালে চট্টগ্রামের লোহাগাড়ায় লায়লা-হাকিম হেফজ খানা ও এতিম খানা প্রাঙ্গনে আয়োজিত ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ এসব কথা বলেন।

এ সময় লাইলা-হাকিম এতিম খানার প্রতিষ্ঠাতা লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অর্থ সম্পাদক,লোহাগাড়া জেনারেল হাসপাতালের পরিচালক শিল্পপতি শাহাব উদ্দিন চৌধুরী সভাপতিত্বে নিরাপদ সড়ক চাই লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি মুজাহিদ হোসাইন সাগর, লোহাগাড়া জেনারেল হাসপাতালের পরিচালক রিটন কান্তি দাশ, নজরুল ইসলাম, যুবলীগ নেতা জাহেদুল ইসলাম রাসেল, মুহাম্মদ কপিল উদ্দিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের মহিলা ও গাইনি রোগের চিকিৎসক ডাক্তার তাহমিনা সোলতানা ডেজি, ও লোহাগাড়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ডাক্তার রুমানা হাসানের সহায়তায় কয়েক শতাধিক অসহায় রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়। লায়লা হাকিম ফাউন্ডেশনের মানবিক কাজে সম্পৃক্ত থাকায় ভূয়সী প্রসংশা করেন অতিথিরা।

মন্তব্য করুন

Your email address will not be published.