বহিরাগত চেয়ারম্যানের নেতৃত্বে ভোটকেন্দ্রে ফাঁকা গুলি

 

 

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের গোরস্থান কেন্দ্রে বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের চেয়ারম্যান মো. ইদ্রিসের নেতৃত্বে আট রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়েছে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হয়। বুধবার (৫ জুন) দুপুর সোয়া একটার দিকে গুলি ছোড়া হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

 

জানা গেছে, পুটিবিলা ইউনিয়নের পাশের ইউনিয়ন সরই হওয়াতে বেশ কিছু বহিরাগত আনেন চেয়ারম্যান মো. ইদ্রিস। সকাল থেকে তিনি কেন্দ্র দখলের চেষ্টা করেন। সকাল ১০ টার দিকে ঘোড়ার এক সমর্থককে মাথায় আঘাত করেন বলে জানান স্থানীয় লোকমান হোসেন।

 

প্রিজাইডিং অফিসার জসিম উদ্দিন বলেন, ভোটকেন্দ্রের মধ্যে কিছু হয়নি। যা হওয়ার বাইরে হচ্ছে। ভেতরে সবকিছু স্বাভাবিক।

 

 

পুটিবিলার দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার দাশে বলেন, আমাদের টিম সবসময় টহলের মধ্যে রয়েছে। কোনো প্রার্থী এখানে প্রভাব খাটাতে পারবে না

মন্তব্য করুন

Your email address will not be published.