চট্টগ্রামে সংক্রমণ হার ১৪ শতাংশ ছাড়িয়েছে

দিন যতই যাচ্ছে ততই চোখ রাঙাচ্ছে চট্টগ্রামের করোনার সংক্রমণ। প্রতিদিনেই বাড়ছে দৈনিক শনাক্তের সংখ্যা ও হার দুটোই।  সর্বশেষ গেল ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ২৯৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। সংক্রমণ হার ছিল ১৪ দশমিক ৫২ শতাংশ। অথচ তার আগের দিন এ হার ছিল মাত্র ১০ শতাংশের মধ্যে। এমন পরিস্থিতিতে সতর্ক থাকার পরামর্শ দিয়েই যাচ্ছে স্বাস্থ্য বিভাগ।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাতে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক করোনার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

তথ্য অনুসারে, এদিন সরকারি বেসরকারি ১৩টি ল্যাবে সর্বমোট ২ হাজার ৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ২৯৬ জনের ফলাফল পজিটিভ পাওয়া যায়। এদের মধ্যে ২৬৩ জন নগরের আর ৩৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এনিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ৪ হাজার ১৮৮ জনে এসে দাঁড়িয়েছে।

যদিও সুখবর হচ্ছে, ঊর্ধ্বমুখী এ সংক্রমণের দিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোন মৃত্যুর খবর পাওয়া যায় নি । তবে শুরু থেকে এ পর্যন্ত করোনায় প্রাণ গেছে ১ হাজার ৩৩৫ জনের।

চট্টগ্রাম সংবাদ/ আই এইচ।

মন্তব্য করুন

Your email address will not be published.