ঈদগাঁও প্রতিনিধি
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে এক মাস বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে।
যারা করোনা ভাইরাস প্রতিরোধী টিকার ডোজ নিয়েছে ২২ ফ্রেরুয়ারী থেকে তারা শ্রেণিকক্ষে ক্লাস করতে পারবে। স্কুল খোলায় কক্সবাজারের নবঘোষিত ঈদগাঁও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উচ্ছ্বাসিত হয়ে পড়তেও দেখা যায়।
ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের শিক্ষক নুরুল ইসলাম জানান, স্বাস্থ্যবিধি মেনেই বিদ্যালয় দীর্ঘদিন পর খুলেছে।
পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শফিউল আলম জানান, শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথমদিনে বিদ্যালয়ে শতকরা ৭০ভাগ শিক্ষার্থী উপস্থিত ছিল।
এর আগে ২১ জানুয়ারি করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে পাঠদান বন্ধ ঘোষণা করেছিল সরকার। আর ১৩ জানুয়ারি থেকে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, যা পরে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। তবে শ্রেণিকক্ষে সশরীরে পাঠদানের বিষয়ে মানতে হবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কঠোর স্বাস্থ্যবিধি।