জাহেদুল ইসলাম
সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আব্দুল হককে হত্যার গুরুত্বপূর্ণ আলামত অনুসন্ধানের জন্য পুকুরের পানি সেচা হচ্ছে।
মঙ্গলবার (২ মার্চ) বিকাল থেকে নিহত আব্দুল হক চেয়ারম্যানের বাড়ির ওই পুকুর থেকে পানি অপসারণ শুরু করে পুলিশ।
পানি অপসারণের পর অনুসন্ধান করে জানা যাবে গুরুত্বপূর্ণ কোনো কিছু পাওয়া গিয়েছে কিনা।
ঘটনাস্থলে রয়েছে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু।
গত রোববার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে নিজ বাড়িতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে।