আনোয়ারায় অস্ত্র-ইয়াবাসহ এক যুবক আটক

আনোয়ারা প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ মো. নাছির (৩৩) এক যুবককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।মঙ্গলবার (২ মার্চ) বিকেলে র‍্যাবের এক অভিযানে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ১টি ওয়ানশুটার গান, ১ রাউন্ড গুলি, ৬টি চাকু এবং ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক মো. নাছির উপজেলার উত্তর চাতরী এলাকার মৃত জালাল সওদাগরের ছেলে।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা উপজেলার উত্তর চাতরী এলাকায় নাছিরকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১টি ওয়ানশুটার গান, ১ রাউন্ড গুলি ও ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।’ আটককৃত আসামি এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী কার্যক্রমের জন্য আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

Your email address will not be published.