শপথ নিলেন সাতকানিয়ার ১৩ ইউপি চেয়ারম্যান

সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা শপথ নেবেন বুধবার

সাতকানিয়া প্রতিনিধি: সাতকানিয়ায় ৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিত সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠান আজ মঙ্গলবার বিকালে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসক মমিনুর রহমান চেয়ারম্যানদের এ শপথ বাক্য পাঠ করান।

এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার মণ্ত্রণালয়ের উপসচিব বদিউল আলম ও সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন চৌধুরীসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। অন্যদিকে,আগামীকাল সকাল ১১টার দিকে ৭ ফেব্রুয়ারীর নির্বাচনে বিজয়ী সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসের কর্মকর্তা খায়ের আহমদ এ তথ্য জানিয়েছেন।

শপথ নেওয়া চেয়ারম্যানদের মধ্যে আওয়ামীলীগের ৯ জন, বিদ্রোহী ২ জন ও স্বতন্ত্র ২ জন শপথ নিয়েছেন। শপথ নেওয়া চেয়ারম্যানরা হলেন, আওয়ামীলীগ মনোনীত কেঁওচিয়া ইউনিয়নে ওচমান আলী, চরতিতে মো.রুহুল্লাহ চৌধুরী, নলুয়ায় মো.লেয়াকত আলী, মাদার্শায় আবু নঈম মোহাম্মদ সেলিম, সোনাকানিয়ায় মো.জসিম উদ্দিন, সাতকানিয়া সদরে মো.সেলিম উদ্দিন, বাজালিয়ায় তাপস কান্তি দত্ত, পুরানগড়ে আ.ফ.ম মাহবুবুল হক সিকদার ও ধর্মপুরে নাছির উদ্দিন টিপু। আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী পশ্চিম ঢেমশায় রিদুয়ানুল ইসলাম সুমন, আমিলাইষে মোজাম্মেল হক চৌধুরী, স্বতন্ত্র হিসেবে ঢেমশায় মির্জা আসলাম রিমন ও ছদাহায় মোর্শেদুল আলম।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ২১ ফেব্রুয়ারী অনুষ্ঠিত স্থগিত হওয়া নির্বাচনে খাগরিয়ায় আওয়ামীলীগ মনোনীত আকতার হোসেন, কালিয়াইশে হাফেজ আহমদ ও কাঞ্চনায় মো.রমজান আলী চেয়ারম্যান,সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে বিজয়ী হলেও তাদের এখনো সরকারিভাবে গেজেট প্রকাশিত না হওয়ায় তাঁরা শপথ নিতে পারেনি।

মন্তব্য করুন

Your email address will not be published.