নাফ নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

টেকনাফ প্রতিনিধি: সীমান্ত টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ নাফ নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়া পাড়া সংলগ্ন নাফ নদী থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. হাফিজুর রহমান জানান, শাহপরীর দ্বীপ জালিয়া পাড়া এলাকার নাফ নদীতে এক ব্যক্তির ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। খবর পেয়ে শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এস আই) নুরে আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হতে পারে বলে জানান তিনি। ওসি আরও জানান, তবে তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।
মন্তব্য করুন

Your email address will not be published.