আব্দুল হক হত্যাকাণ্ড বিষয়ে ব্রিফিং করছে পুলিশ

চট্টগ্রাম সংবাদ পত্রিকার চেয়ারম্যান মাে. মঈন উদ্দিনের পিতা কেঁওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হক হত্যাকাণ্ড বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানাতে ব্রিফিং করছে পুলিশ।

আজ বুধবার বেলা সাড়ে ১২টার পর সাতকানিয়া থানায় এই ব্রিফিং শুরু হয়।

এদিকে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে গৃহকর্মী জমির উদ্দিন।

মঙ্গলবার (২ মার্চ) রাত ১১টার দিকে তাকে ঘটনাস্থলে নিয়ে আসে। পুলিশ। এরপর সবার সামনে হত্যার দায় স্বীকার করে সে।

এর আগে তার দেয়া তথ্যের ভিত্তিতে নিহত আব্দুল হকের বাড়ির পিছনে অবস্থিত পুকুর সেচে মিলেছে তিনটি মােবাইল। যার মধ্যে দুটি তাঁর এবং অপরটি নিহত আব্দুল হকের বলে জানায় সে। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত হন্দা (মাটি খুঁড়তে স্থানীয় যন্ত্র)।

নিজেই খুন করে নিজের চোখ-মুখ বেঁধে হত্যাকাণ্ডের নাটক সাজালেও পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকার করতে বাধ্য হয়েছেন, গালি দেয়ার কারণে তিনি নিজেই তার গৃহকর্তাকে খুন্তি দিয়ে হত্যা করেছেন।

পুকুর সেচ কার্যক্রমে উপস্থিত ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু, উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম, উপজেলা সহকারী কমিশনার। (ভূমি) আল বশিরুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ (ওসি) আনােয়ার হােসেন।

এর আগে রােববার রাতে সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কেঁওচিয়া ইউনিয়ন। আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হককে ঘরে ঢুকে হত্যা করা হয়।

নিহত আব্দুল হক (৮৫) উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের উকিল বাড়ির মৃত কাছিম আলীর ছেলে।

মন্তব্য করুন

Your email address will not be published.