হাটহাজারী প্রতিনিধিঃ চট্টগ্রাম হাটহাজারী উপজেলার চৌধুরীহাট এলাকায় দ্রব্য মূল্য তালিকা না থাকায় ৫ প্রতিষ্ঠানকে ৬৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার ৮ এপ্রিল সকালে চৌধুরীহাট এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু রায়হান ভোক্তা অধিকার আইনে এ জরিমানা প্রদান করেন। তিনি জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এবং নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে হাটহাজারী উপজেলার চৌধুরীহাট এলাকায় পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে মাছের দোকান, মুদির দোকান,মাংসের দোকানে মূল্য তালিকা না থাকায় ৫ টি প্রতিষ্ঠানকে ৬ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান চলমান থাকবে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাটহাজারী মডেল থানা পুলিশ সদস্যগণ সার্বিক সহযোগিতা করেন।