মাহে রমজান উপলক্ষে চৌফলদন্ডীর সাজ্জাদ মানব কল্যান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরন

ঈদগাঁও প্রতিনিধিঃ

কক্সবাজারের নবগঠিত উপজেলা ঈদগাঁওতে এবার পবিত্র মাহে রমজান উপলক্ষে হতদরিদ্র, অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন করলেন চৌফলদন্ডীর সাজ্জাদ মানব কল্যান ফাউন্ডেশন নামের একটি সামাজিক সংগঠন।

৯ এপ্রিল দুপুরে মাইজ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই ইফতার সামগ্রী বিতরন করা হয়। এসময় এলাকার অসহায় নরনারীরা উপস্থিত ছিলেন। নিত্যপ্রয়োজনীয় ইফতার এবং উপহার পেয়ে খুশিতে উৎফুল্ল হন স্থানীয়রা।

সাজ্জাদ মানব কল্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে বিতরন কালে উপস্থিত ছিলেন,আশেক মোস্তফা রিয়াজ,সিরাজুল মোস্তফা তুহিন, আলী রাজ জয়,আশরাফ আলী অপি,মাহিন বিন হেলাল,সাংবাদিক এম আবু হেনা সাগর।

উল্লেখ্য,চৌফলদন্ডী ইউনিয়নে নয়না পরিবারের কৃতি সন্তান প্রবাসী সাজ্জাদ দীর্ঘ ১০ বছর ধরে রমজানে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরন করে আসছেন। তারই ধারাবাহিকতায় এই বছরও সাজ্জাদ মানব কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক দ্বিতীয় ধাপে ইফতার ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ ধারা অব্যাহত রয়েছে বলে এক সূত্রে প্রকাশ।

মন্তব্য করুন

Your email address will not be published.