২৪ দিনের ছুটিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) রোজা ও ঈদের ছুটি ৭ এপ্রিল থেকে শুরু হয়ে ১১ মে পর্যন্ত চলবে। ২৪ দিনের এ ছুটি চলাকালে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলা থাকবে।

সোমবার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এসএম আকবর হোছাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ছুটির বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল ফিতর, শবে কদর, মে দিবস ও রমজান উপলক্ষ্যে এসময় বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান বলেন, ঈদুল ফিতরের ছুটি উপলক্ষ্যে ৭ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। তবে প্রশাসনিক কার্যক্রম চলছে। বন্ধের সময় আবাসিক হল খোলা থাকবে। এছাড়া বন্ধের শিডিউলে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচল করবে। ছুটি শেষে আগামী ১১ মে থেকে ক্যাম্পাস খুলবে।

মন্তব্য করুন

Your email address will not be published.