হাটহাজারী প্রতিনিধিঃ চট্টগ্রাম হাটহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় মোঃ সোলায়মান গাজী (৪০) নামের এক ফার্মেসি কর্মচারীর মৃত্যু হয়েছে। সোমবার ১১ এপ্রিল সন্ধ্যায় উপজেলার চারিয়া বুড়িপুকুর এলাকায় হাটহাজারী-নাজিরহাট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোলাইমান গাজী নোয়াখালীর চাটখিল উপজেলার মুকবুল আহম্মেদের পুত্র বলে জানা গেছে। সে হাটহাজারী উপজেলার বুড়িপুকুর এলাকায় দীর্ঘ ১৬ বছর ধরে ভাড়া বাসায় বসবাস করে আসছে এবং স্থানীয় এক ঔষধের দোকানে চাকরি করতেন। নিহত সোলায়মান গাজীর স্ত্রীসহ তিন শিশু সন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে তারা এখন নিঃস্ব বলে জানায় স্থানীয়রা। জানা যায়, নাজিরহাট হতে একটি মাইক্রোবাস হাটহাজারীর দিকে বেপরোয়া গতিতে যাচ্ছিল। বুড়িপুকুর এলাকায় পৌঁছালে পারাপারের জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মোঃ সোলায়মান গাজীকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে ঘাতক গাড়ী ও ড্রাইভার ধাক্কা দিয়ে পালিয়ে গেলে স্থানীয়রা তাড়া করে হাটহাজারী থেকে আটক করে। পরে নাজিরহাট পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পুলিশ নূর কবির, এসে ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক গাড়ী ও ড্রাইভারকে আটক করে। আইনী পক্রিয়া প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।