যোগ্য নেতৃত্বের হাতেই যাচ্ছে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের শীর্ষ পদ পেতে আগ্রহী ৪৫ জন পদপ্রত্যাশী জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। এদের মধ্যে সভাপতি পদে ১০ জন ও সাধারণ সম্পাদক পদে ৩৫ জন জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।

এ প্রসঙ্গে যুবলীগ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ বলেন, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত জমা নেওয়া হয়েছে। এখান থেকে রাজনৈতিক বিবেচনায় দায়িত্বপ্রাপ্তরা যাচাই-বাছাই শেষে নেতৃত্ব নির্ধারণ করবেন।

খোঁজ নিয়ে জানা যায়, এবার চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের শীর্ষ দুই পদে যাদের নাম আলোচনায় রয়েছে এবং জীবনবৃত্তান্ত দিয়েছেন তাদের মধ্যে সভাপতি পদে বর্তমান জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক প্রার্থ সারথী চৌধুরী, সহ সভাপতি দিদারুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মোহাম্মদ ফারুক, শফিউল  আজম শেফু, আকতার হোসেন, এম এ রহিম উল্লেখযোগ্য।
সাধারণ সম্পাদক পদে কর্ণফুলী উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ সোলাইমান তালুকদার, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি পরিদর্শক আবদুল হান্নান লিটন, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আবু সাদাত মোহাম্মদ সায়েম, দক্ষিণ জেলা যুবলীগের দপ্তর সম্পাদক রাজু দাশ হিরো।
রাজনীতির দীর্ঘ পথ পরিক্রমায় পাড়ি দেওয়া সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আবদুল হান্নান লিটন বলেন, আমার বাবা মরহুম আইয়ুব চৌধুরী জহুর আহমেদ চৌধুরী, এম এ মান্নানের ঘনিষ্ঠ সহযোগী মুক্তিযুদ্ধের একজন সংগঠক ছিলেন। (১৯৬৮ – ৮৪) সাল পর্যন্ত নগরীর ২১ নং জামালখান ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি।তাঁর মুখ থেকেই বঙ্গবন্ধুর অবদান ও বঙ্গবন্ধুর ভাষণ এর কথা শুনতে শুনতে লিটন বঙ্গবন্ধুর আদর্শের প্রেমী হয়ে উঠে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন লিটন। বাংলাদেশ ছাত্রলীগ মুজাফরাবাদ এন. জে উচ্চ বিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। পরবর্তীতে পটিয়া সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সিঃ সহ সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন আবদুল হান্নান লিটন। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য লিটন বর্তমানে দ্বিতীয় বারের মতো চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনিআরও বলেন, দক্ষিণ জেলায় দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছি দায়িত্ব পেলে যুবলীগকে এগিয়ে নিতে পারব।
তবে এবারের কমিটিতে যোগ্য নেতৃত্ব আনা হবে বলে জানিয়ে কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, চট্টগ্রামের তিন ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য জীবনবৃত্তান্ত নেওয়া হয়েছে। এগুলো যাচাই-বাছাই ও আলোচনা করে ঈদের পরে সিদ্ধান্ত দেওয়া হবে। ইতিমধ্যে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলায় বর্তমান দায়িত্বপ্রাপ্তদের সম্মেলনের প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। এবার যেসব কমিটি হবে সেগুলো যোগ্য নেতৃত্বের হাতেই যাবে।

মন্তব্য করুন

Your email address will not be published.