ঝিনাইদহ মহেশপুরে এক কেজি গাঁজাসহ আটক ১

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুরে এক কেজি গাঁজাসহ বেল্লাল হোসেন (২৭) নামে এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।
গত ১৩ই এপ্রিল বুধবার রাতে উপজেলার কাজিরবেড় ইউনিয়নের সামন্তা বাজারের বাসস্ট্যান্ডের সামনে থেকে তাকে আটক করা হয়।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মিয়া জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে মহেশপুর থানা পুলিশের এসআই আব্দুর রশিদ,এএসআই রওশন আলী,এএসআই সজল মন্ডল সঙ্গীয় ফোর্স সাথে নিয়ে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে
এক কেজি গাঁজাসহ বেল্লাল হোসেন কে আটক করেন।
আটককৃত বেল্লাল হোসেন উপজেলার কাজিরবেড় ইউনিয়নের বাগদিরআইট গ্রামের মিরাজ আলীর ছেলে।
এঘটনায় রাতেই মহেশপুর থানায় মাদকদ্রব্য আইনে তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.