শুক্রবার (৫ মার্চ) চূড়ামনি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চুড়ামনি শিশু-কিশোর শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, Let’s move on (এগিয়ে যাব) এর উপদেষ্টা মোঃ কলিমুল্লাহ কলিম।
বিশেষ অতিথি ছিলেন এওচিয়া ইউনিয়ন যুবলীগ নেতা মেহেদী হাসান, বাকলিয়া শহীদ এন এম এম জে ডিগ্রী কলেজ ছাত্রলীগের প্রতিনিধি রকি ভট্টাচার্য, সাতকানিয়া উপিজেলা সেচ্ছাসেবকলীগ নেতা আবু সাইদ রিয়ান, Let’s move on (এগিয়ে যাব)’র সভাপতি, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ নেতা খোকা তালুকদার, ইফতিয়ার আলম আবির, আমান উল্লাহ হাসান আবির, মহসিন খান।
এতে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আবু তৈয়ব, মোঃ রহিমুল্লাহ রহিম প্রমুখ।
সভাপতিত্ব করেন টুর্নামেন্টের আয়োজক এওচিয়া ইউনিয়ন যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক, সরকারি সিটি কলেজের সাবেক ছাত্রনেতা আবু তাহের।
সঞ্চালনা করেন সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক, Let’s move on (এগিয়ে যাব)’র সাধারণ সম্পাদক মোঃ বোরহান।