সাতকানিয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত ২

নিজস্ব প্রতিবেদক

সাতকানিয়ায় মাটি কাটার টাকা ভাগবাটোয়ারা নিয়ে বিরোধের জেরে যুবলীগের দুই নেতা-কর্মীকে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষ। আহত দুইজনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়, পরে অবস্থার অবনতি ঘটলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। শুক্রবার (৫ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড পশ্চিম গাটিয়াডেঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মো. লোকমানকে (৩৫) এওচিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পশ্চিম গাটিয়াডেঙ্গা তাজর পাড়ার কবির আহমদের ছেলে। তিনি এওচিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। আহত আব্দুর রহিম (৪২) একই ওয়ার্ডের খন্দকার পাড়ার মৃত মোক্তার আহমদের ছেলে। তিনি ওই এলাকার যুবলীগকর্মী বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা এওচিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আছু মাঝির বাড়ির আবুল হাশেমের ছেলে ও একই এলাকার মো. কায়সার (২৮) এর সাথে লোকমানের মাটি কাটার টাকা ভাগাভাগি নিয়ে বিরোধ চলে আসছিল অনেকদিন ধরে। আজ (শুক্রবার) দুপুর পৌনে ২টার দিকে লোকমান খাওয়া শেষ করার পর কিছু বুঝে উঠার আগেই কায়সার তাকে (লোকমান) ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতে লোকমান মাটিতে লুটিয়ে পড়েন। এসময় রহিম (যুবলীগকর্মী) বাধা দিতে গেলে কায়সার তাকেও ছুরিকাঘাত করে। এ ঘটনায় কায়সারের সাথে সহযোগী হিসেবে একই ইউনিয়নের ৭নং ওয়ার্ড পশ্চিম গাটিয়াডেঙ্গা আফজল কেরানীর বাড়ির মাওলানা নুরুল আলমের ছেলে মো. তোহাও (২৪) ছিল বলে জানা গেছে।

স্থানীয়রা বলেন, ‘উভয়েই একই পাড়ার লোক। মূলত ব্যবসা সংক্রান্ত বিষয়ে এ ঘটনা ঘটে।’

সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন,  টাকার ভাগাভাগি নিয়ে এ ঘটনা ঘটেছে। আহত ২ জন চমেক হাসপাতালে ভর্তি আছেন। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। তবে এখনও পর্যন্ত এ সংক্রান্ত থানায় কেউ অভিযোগ বা মামলা দায়ের করেনি।’

মন্তব্য করুন

Your email address will not be published.