স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামের লোহাগাড়ায় ৪টি অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বৈধ কোন কাগজপত্র না থাকায় ৪টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়। ২জুন (বৃহস্পতিবার) সকাল ১১ হতে বিকাল ৩ টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান।
সিলগালা করা প্রতিষ্ঠান গুলো হলো ঠাকুরদিঘী বাজারের মা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, পদুয়া বাজারের নিউ ক্রিসেন্ট ডায়াগনস্টিক সেন্টার, পুটিবিলা এমচরহাট বাজারের সেবা প্যাথলজি সেন্টার, পূর্ব কলাউজান কানুরাম বাজারে শাহ আমানত প্যাথলজি। অভিযানের সময় উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ জিয়াউদ্দিন আহমেদ, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মুহাম্মদ শের আলী, লোহাগাড়া থানার এসআই রুহুল আমিন, উপজেলা ভূমি অফিসের নয়ন দাশ ও ইব্রাহীম উপস্থিত ছিলেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান, সারাদেশের ন্যায় লোহাগাড়া উপজেলার অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টারের অভিযান চলছে। বৈধ কোন কাগজপত্র না থাকায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবৈধভাবে গড়ে উঠা ৪ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়েছে। নিবন্ধন শর্তাবলী পূরণ সাপেক্ষে নির্দেশনা মোতাবেক পুনরায় কার্যক্রম চালু করা যাবে বলেও তিনি জানান। তিনি আরো জানান এ অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।